কান পাতলে
এখনো তোমার হেঁটে যাওয়া শব্দ
শোনা যায় না, বর্ণনাময় পৃথিবী; অথচ কান পাতলে
যতটুকু শোনা যায় সুখমন্থনে দীর্ঘকার উর্ণাজাল
অক্লান্ত উর্ধ্বশ্বাসে আমৃত্যু পাগল করা চারপাশ-
নিহের ফোঁটায় গলে পড়ে গুমনো পরীর রোদ
অন্ধকারের ডালপালায় ছড়ানো-পূর্বমুখো প্রবাহঃ
শিশুগুলোর ঠোঁটে শাদা দুধের স্তন, দিগন্তে ধান গাছ।
বুনো খরগোশ বাঁকা হাসে ঝোপ ঠাসা নৈশব্দের ভেতর
বাগান বিছিয়ে ঘুমিয়ে যায় রোজদিন গামগাছের মগডাল
একপাল রাজহংস পুকুর সাঁতরায়-ট্রেন দৌড়ায় অবিরাম
নির্জন দূর টিলা প্রান্তরের কোলাহল স্টেশন; এভাবে…
সুন্দর কবিতা।
শুভেচ্ছা কবিদি
শুভেচ্ছা কবি সুলতান ভাই।
প্রিয় দাদা।ভালবাসা
অনেক সুন্দর একটা কবিতা পড়লাম। লেখককে অজস্র ধন্যবাদ।
শ্রদ্ধা দাদা
কান পাতলে একটা জীবন জীবিকার শব্দ শুনতে পাওয়া যায়
সুন্দর কবিতা
শুভেচ্ছা প্রিয় কবি
অক্লান্ত উর্ধ্বশ্বাসে আমৃত্যু পাগল করা চারপাশ-
যতটুকু শোনা যায় সুখমন্থনে দীর্ঘকার উর্ণাজাল। ___ চমৎকার শৈল্পিক কবিতা।
শ্রদ্ধা স্যার।ভালবাসা অবিরত
কবিতা পাঠে মুগ্ধ হয়ে গেলাম। শ্রদ্ধেয় লেখকের প্রতি অজস্র ধন্যবাদের সাথে শুভকামনাও রইল।
ক্রমাগত শ্রদ্ধা এবং শুভেচ্ছা