দুই রঙের জল
কি এমন ক্ষতি হতো আমার বা তোমার
যদি সত্যি তোমাকে ভুলে যেতে পারতাম!
আমি বলতে পারতাম, আরেকদিন এসো
বলতে পারতাম, এদিকের জল-হাওয়া ভাল।
তুমিও তো ফিরে যেতে যেতে বলতে পারতে,
তোমাদের এদিককার আকাশটা বড় ঘন
ইচ্ছে করে দু’দিন আরো জিরিয়ে নিই ঘাটলার জলে।
আমি বলতে পারতাম, আরেকটু থাকো।
ভেবেছিলাম ভুলে যাওয়া কতই না সহজ
তুমি যাবে বনের দিকে আমি লোকালয়ে
মূলতঃ এখন আমার নির্জনবাস
ভুলে যাওয়ার সাধনায় আপাদমস্তক আচ্ছাদিত।
ভেবেছিলাম, কতদিন আর লাগবে ভুলতে- দিন, মাস, বছর?
সব ঘুরে ঘুরে আসে আর যায়, যায় আর আসে
তোমাকে বলতে পারতাম যেও না, বলেছি যাও
তোমাকে বলতে পারতাম, ভুলো না বলেছি, ভুলে যাও।
youtu.be/uRcM5D4iK9Q
মনিকার কণ্ঠে আমার লেখা কবিতার আবৃত্তি আমাকে এখনো মুগ্ধ করে…
"তুমিও তো ফিরে যেতে যেতে বলতে পারতে,
তোমাদের এদিককার আকাশটা বড় ঘন
ইচ্ছে করে দু’দিন আরো জিরিয়ে নিই ঘাটলার জলে।
আমি বলতে পারতাম, আরেকটু থাকো।"— খুব ভালো লেগেছে!
অসাধারণ দিদি ভাই। শুভেচ্ছা নিন।
বিশেষ মুগ্ধতা বোন। আপনাদের দুজনকেই আমার শুভেচ্ছা।
বাহ ! বেশ সুন্দর কবিতা— ভুলে না যাওয়ার কবিতা
কবিতা ও আবৃত্তি দুটোই ভালো লাগার মত
শুভেচ্ছান্তে
অসাধারণ প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা।
* অভিভূত…


বাহ
দারুণ