নিঃসঙ্গতার অশ্রু দাগ
এমন নিঃসঙ্গ দিনে তোমার দৃঢ় সমর্থন চাই
বত্রিশ বসন্তের পৃষ্ঠায় ধূলো রৌদ্র ছায়া,
আবেগি বাতাস, বালিশ জুড়ে বিড়ালছানার
লেজ গুঁটানো স্পর্শ জমা; কেবল নিষ্ফল একাকার-
এভাবে নিঃসঙ্গতার অশ্রু দাগে নিজের ভেতর
একটি বৃক্ষ দাঁড় করিয়েছি-গোলাপ গাছ
বৃহত্তম ষড়ঋতুর উঠানের কাছাকাছি-
নিস্তরঙ্গ নদীতে দোল খায় পূর্ণিমা চাঁদ
গহীন নির্জন রাত, ঝিঝিট ডাকে-বিকট চিৎকারে
ফিরে এসো, ভালো হোক, মন্দ হোক একা পথে
দরের কবিতা, মায়াবী নারী-হৃদ মৃতের আগে।
'গহীন নির্জন রাত, ঝিঝিট ডাকে-বিকট চিৎকারে
ফিরে এসো, ভালো হোক, মন্দ হোক একা পথে
দরের কবিতা, মায়াবী নারী-হৃদ মৃতের আগে।'
___ হৃদ কাড়া আবাহন। চমৎকার লাগে আপনার লিখা মি. সুলতান।
প্রীতি স্যার।
কী অসাধারণ পরিপাটি লেখা। আমার ভীষণ ভাল লাগে সুলতান দা।
শুভেচ্ছা দিভাই
এক কথায় সুন্দর সুলতান ভাই।
অজস্র ধন্যবাদ দাদা