নাগরিক উচ্চারণ
প্রাচীন দেয়ালে কমলা রোদ, জীর্ণ পোস্টারে উঁকি দেয়
সুবোধের আলপথ, কেবল অক্ষত অক্ষরে
শস্যঋতুর বিজয় উৎসবঃ উর্বর হাড়ে আগুন ধ্বনি-
স্বাগতম জানায় দ্বীপ উঁচু নাগরিক উচ্চারণ
নির্ভীক স্বাধীনতা; বেপরোয়া বাতাসে আওড়ায়
আদর সাঁটানো প্রভারুণ সংগীত; বটগাছের তরুণ পাতা-
চারদিক বিলুপ্তহীন চোখ, পতাকার সুগন্ধি উত্থাপন
ছবিগুলোর ষড়ঋতু, গণ এভিনিউ, আমাদের পঠিত গ্রন্থলয়!
আবার আর একটি পরিচ্ছন্ন লিখা। অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান।
প্রীতিময় শুভেচ্ছা স্যার
সুবোধের আলপথ, কেবল অক্ষত অক্ষরে
শস্যঋতুর বিজয় উৎসব।
দারুণ হয়েছে উপমা সমৃদ্ধ কবিতাটি। শুভেচ্ছা নিন কবি সুলতান ভাই।
শ্রদ্ধা প্রিয় কবিদা
ক্লিন এন শার্প।
ধন্যবাদ এবং শুভেচ্ছা কবিদি