ফুটপাত ঘেঁষে দুরন্ত বেগে ছুটে চলা ট্রাকের চাকায়
উড়ে যাওয়া ধূলোর কান্নাও শুনতে পায় পাথরকনা,
পিচ উঠা রাস্তার গর্তে জমে থাকা নোংরা জলেরও
আছে হাজার না বলা দুঃখ গাঁথা।
ডাস্টবিনের বাইরে ছড়িয়ে থাকা আবর্জনার মূল্য
নেড়িকুকুরের চেয়েও কম বুঝেনা পথ শিশু,
চার চাকার কাঁচের দেয়ালের আড়ালে
শীতলতায় ডুবে থাকা দেহ গুলো জানেনা
বৃদ্ধ রিকশা চালকের ঘামের আত্ম অহংকার।
জীবন চলে, জীবন বয়ে যায়
মুখে কুলুপ, চোখে ঠোলা এঁটে,
নগরস্রোতে মানুষ যায় হারিয়ে।
মুগ্ধ করার মতো কবিতা কবি রোমেল ভাই।
ভীষণ বাস্তবসম্মত হয় আপনার কবিতা। অসাধারণ।
কবিতায় মুগ্ধতা কবি দা
কবিতা পাঠে মুগ্ধ হলাম,,,শুভেচ্ছা জানবেন,,,,,