মধ্য চৈত্রের দুপুরে যে লু হাওয়া
শহরতলীর গলি জুড়ে বয়ে যায়,
অনেকটা সেভাবেই জীবন ছুটে
নানান ভুল শর্তের বেড়া জালে।
ষড়ঋতু নিয়ম মেনেই চলে,
ষড়রিপুর কোন নিয়ম নেই।
হয়তোবা তাই এখন আর-
বিষণ্নতা আমাদের পোড়ায় না
আমরাই বিষণ্নতার আগুনে পুড়ি,
তাই হয়তোবা এখন আর-
বিষণ্নতা আমাদের ডোবায় না
আমরাই বিষণ্ণতার জলে ডুবি।
মদিরা কণ্ঠনালীতে গড়ালেই
সব মানুষ মাতাল হয় না,
মাতাল হয় লোভ-ঘৃণা-পাপে।
চমৎকার কবিতা।
পরিচ্ছন্ন কবিতা।
সিম্পলি বেস্ট ওয়ান মি. রোমেল আজিজ। শুভ সন্ধ্যা।