আমাদের স্বাধীনতা
আজও দেখি শব্দের ভিড়ে স্বচোখ ভরা
আমাদের স্বাধীনতার আসাযাওয়া-
শোরগোল পেরুনো অক্লান্ত ইতিহাস
তের’শ নদ-নদী, উর্বর মাটি
কোমর, মস্তক বাংলা গাঁথা মুক্তির গান
সবুজের গালিচায় শিশিরবিন্দু,
রূপালী আকাশে ধানশালিক
গায়ে মাখা কাওয়ালি বাতাস,
রোদওঠা একজোট সোনালি ধান।
চারদিক বৃক্ষ দেওয়াল, পাখির ডানায় আকাশ
গ্রামগঞ্জ শহর বন্দর শেকড়ে বাঁধা জম্ম সুখ
মানুষেরা গায় গান শোভিত কণ্ঠে, আদিগন্তর সুর
প্রাণে ছেপে যায় বর্ণমালার দুহাত, শ্যামলে শিহরণ
আজও দেখি নিঃসন্দেহে-লাল সবুজ মুক্তির বিবরণ।
প্রাণে ছেপে যায় বর্ণমালার দুহাত, শ্যামলে শিহরণ
আজও দেখি নিঃসন্দেহে-লাল সবুজ মুক্তির বিবরণ। ___ অসাধারণ প্রিয় কবি।
চমৎকার একটি কবিতা পড়লাম দাদা।
মুগ্ধ হলাম কবি টিপু সুলতান ভাই। এমন সুন্দর সব লিখা আরও পড়তে চাই।