বিজয়ের রাঙা প্রভাত
স্বাধীনতা দেখি সবুজ রঙের দুলা শস্য ধান খেতের মাঠ
স্বাধীনতা দেখি নীলসবুজের আত্মহারা বৃক্ষ লতাপাতার কাট-
স্বাধীনতা দেখি পুকুর খালবিল নদীনালা আর সাগরে মাছ;
সুরের মূর্ছনা জুড়ে গাঁয় দোয়েল, কোয়েল, ধানশালিকের গান-
মন উজানের লাবণ্যতায় ভরে গেছে ওদের স্বাধীনতার প্রাণ।
অথচ প্রতিদিন ন্যায় আমার রক্তক্ষরণ হচ্ছে বলেও-শুন
আমার স্বাধীনতা নেই শুধু স্বপ্ন স্বাধীনতার করেছে খুন-
তবে খেতের ফসল, বনের লতাপাতা, জলের ঢেউ, পাখিদের
প্রজ্ঞাপূর্ণ মিতালীর সুখ আনন্দ দেখে দেখে-বড়ই হিংসা লাগে-
কারণ ওদের মুক্তমনা স্বাধীনতার মধুরতা মায়াময় ছায়া থাকে;
দৃষ্টিপলক শুধু ক্লান্ত- আর কত আর্তনাদের রক্তক্ষরণ করবো !
কৃপন কেন স্বাধীনতার প্রজ্ঞাবান দাও-আমি লাল সবুজ হবো;
চাই না আর- অস্ত্রের ঝনঝন, বুলেট, কথোনের রাগান্বিত প্রহসন-
বিজয়ের উল্লাস করবো, ঠিক যেনো ওদের মতো গাইবো গান,
স্বাধীনতার উর্বর ফসলের মাঠ দেখবে বিজয়ের রাঙা প্রভাত।
বিজয়ের শুভেচ্ছা প্রিয় বাউল কবি।
বাংলাদেশের বিজয় উদযাপনে আপনাকে সহ দেশবাসীর প্রতি আমার অভিনন্দন।
বিজয়ের উল্লাস করবো, ঠিক যেনো ওদের মতো গাইবো গান,
স্বাধীনতার উর্বর ফসলের মাঠ দেখবে বিজয়ের রাঙা প্রভাত।