মানুষ খুঁজে ফিরছি আমি এ শহরে
নেই
চারিদিকে বাহারি মুখোশ পরা দুপেয়ে একদল প্রাণী নিজেদের মানুষ বলে দাবী করছে
কিন্তু আমি জানি, আলবৎ মিথ্যে বলছে ওরা…
ওরা কিছুতেই মানুষ হতে পারে না
কারণ ওদের সমস্ত মুখ ঢাকা বিচিত্র সব মুখোশে
ওদের পকেটেও রঙবেরঙের বিভিন্ন মুখোশ
মুখোশের শেষ নেই- একটা খসে গেলে পলক পরার দ্রুততায় আরেকটা
সেটাও খসে গেলে একইভাবে আরেকটা-
এভাবে একটার পর একটা মুখোশ অনবরত বদলেই চলেছে মাইম শিল্পীর মতো…
কিন্তু একটি শহরে তো আর এতো মাইম শিল্পী বাস করতে পারে না
তাই সহযেই নিশ্চিত হতে পারি যে, ওরা মাইম শিল্পী নয়
তাহলে!
আমি জানি না ওই বাহারি মুখোশ পরা দুপেয়ে প্রাণীগুলো কে বা কারা
হয়তো ওদের মাঝে কেউ বানর কেউ হনুমান গরিলা ওরাংওটাং শিম্পাঞ্জি
কিন্তু মানুষ নয় কিছুতেই
কোনও উপলক্ষ্য ছাড়া মানুষ এতো দীর্ঘসময় টানা মুখোশ পরে থাকতে পারে না।
6 thoughts on “শিরোনামহীন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ধন্যবাদ মি. অর্ক। বেশ কিছু শিরোনামহীন কবিতা পড়ার সুযোগ হচ্ছে।
কবিতার জন্য শুভেচ্ছা আপনাকে। শুভ সকাল।
ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বি। যারপরনাই প্রেরিত হলাম। ভালো থাকুন।
আমার কাছে অসাধারণ লেগেছে লিখাটি। অভিনন্দন সুপ্রিয় অর্ক দা।
খুব খুশি হলাম প্রিয় দাদা। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সুন্দর কবিতা প্রিয় অর্ক দা। শুভেচ্ছা।
আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয়া। শুভকামনা নিরবচ্ছিন্ন।