প্রস্তাব দিবস (প্রপোজ ডে)

আজ ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিবস পবিত্রতম প্রস্তাব দিবস।(হ্যাপি প্রপোজ ডে) দেশে দেশে এই উত্সবের দিনটি পালিত হয় সারা ভুবনজুড়ে।

কথিত আছে, রোমের চিকিত্সক তরুণ যাজক সেন্ট ভ্যালেন্টাইনের চিকিত্সায় দৃষ্টি ফিরে পেয়েছিল নগর জেলারের দুহিতা। পরে দুজনের মধ্যে মন দেওয়া-নেওয়া হয়। সেই থেকে জন্ম নিয়েছিল তাদের ভালোবাসার অমরগাঁথা। ভালোবাসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসিতে ঝুলতে হয় ফেব্রুয়ারির এই ১৪ তারিখে। তারপর এই ভালোবাসার স্বীকৃতি পেতে দুই শতাব্দী নীরবে-নিভৃতে পালন করা হয় ৭ই ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত এই ভ্যালেন্টাইন সপ্তাহকে।

একটি সপ্তাহজুড়ে অনুরাগের হরেক দিবস শেষে ভালোবাসার দেবীর আবির্ভাব হয়। বার্ষিক উত্সবের এই দিবসটি প্রেমিক-প্রেমিকার প্রেম অনুরাগের মাধ্যমে অথবা প্রিয় মানুষটির সঙ্গে উদযাপিত হয়। এই দিনে মানুষ তার ভালোবাসার মানুষকে ফুল, চিঠি, কার্ড, গহনা, টেডি প্রভৃতি উপহার প্রদান করে দিনটি উদযাপন করে থাকে।

একসঙ্গে তো কয়েক বছর ধরে কাটালেন, কিন্তু এখনো বুঝে উঠতে পারছেন না আপনার প্রিয় মানুষটিকে কীভাবে প্রস্তাব করবেন? তাহলে এই দিনটিতে আপনার না বলা কথাটাই বলে দিন হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে। ভালোবাসার নিবিড় বন্ধনে গোলাপের সুবাসে দিনটিকে গৌরবময় করে তুলুন।

শব্দনীড়-এ সংযুক্ত সকল কবি, সাহিত্যিক ও লেখক-লেখিকাগণ সবাইকে জানাই পবিত্রতম হ্যাপি প্রপোজ ডে (প্রস্তাব দিবস)-এর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা আর গোলাপী অভিনন্দন। বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক। সাথে থাকুন, পাশে রাখুন। সকলের পাশে দাঁড়ান। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

প্রস্তাব দিবস (প্রপোজ ডে)
লক্ষ্মণ ভাণ্ডারী

প্রস্তাব দিবস আজি সারা দেশময়,
“হ্যাপি প্রপোজ ডে” সকলেই কয়।
ভালবাসি কাছে ডাকি প্রিয়জনে তার,
গোলাপী গোলাপ করে দেয় উপহার।

না বলা প্রস্তাব যত বলে দাও আজি,
নতুন প্রস্তাবে প্রিয় হতে পারে রাজী।
হৃদয় মাঝারে রাখা নতুন অফার,
প্রিয়জনে ব্যক্ত কর সম্মুখে তাহার।

গোলাপের সুবাসেতে ব্যাকুলিত প্রাণ,
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি বসন্তের গান।
ভালবাসি প্রিয়জনে করে কর রাখি,
অব্যক্ত প্রস্তাব যত কহ কাছে ডাকি।

প্রস্তাব দিবস আজি, পূণ্য শুভক্ষণ,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

8 thoughts on “প্রস্তাব দিবস (প্রপোজ ডে)

  1. শব্দনীড়-এ সংযুক্ত সকল কবি, সাহিত্যিক ও লেখক-লেখিকাগণ সবার পক্ষ থেকে আপনাকেও জানাই পবিত্রতম হ্যাপি প্রপোজ ডে (প্রস্তাব দিবস)-এর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা আর গোলাপী অভিনন্দন। বাংলা কবিতার জয় হোক। ধন্যবাদ কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

    1. সুমন্তব্যে মুগ্ধ করলেন শ্রদ্ধেয় কবিবর।
      আপনার আন্তরিকতায় পূর্ণ হোক সবার হৃদয়।
      প্রত্যাশা রাখি।

      প্রাণ ভরে লিখুন কবি।
      সমৃদ্ধ হোক আমার, আপনার,
      আমাদের সবাকার লেখায় এই শব্দনীড়ের পাতা।

      আপনাকে জানাই পবিত্রতম হ্যাপি চকোলেট ডে (চকোলেট দিবস)-এর আগাম প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক সাথে থাকুন, পাশে রাখুন সকলের পাশে দাঁড়ান জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

    1. সুমন্তব্যে মুগ্ধ করলেন প্রিয় কবি।
      আপনার আন্তরিকতায় পূর্ণ হোক সবার হৃদয়।
      প্রত্যাশা রাখি।

      প্রাণ ভরে লিখুন কবি।
      সমৃদ্ধ হোক আমার, আপনার,
      আমাদের সবাকার লেখায় এই শব্দনীড়ের পাতা।

      আপনাকে জানাই পবিত্রতম হ্যাপি চকোলেট ডে (চকোলেট দিবস)-এর প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন। বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক। সাথে থাকুন, পাশে রাখুন। সকলের পাশে দাঁড়ান। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

    1. সুমন্তব্যে মুগ্ধ করলেন প্রিয় কবি।
      আপনার আন্তরিকতায় পূর্ণ হোক সবার হৃদয়।

      সমৃদ্ধ হোক আমার, আপনার,
      আমাদের সবাকার লেখায় এই শব্দনীড়ের পাতা।

      আপনাকে জানাই পবিত্রতম হ্যাপি চকোলেট ডে (চকোলেট দিবস)-এর প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন। বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক। সাথে থাকুন, পাশে রাখুন। সকলের পাশে দাঁড়ান। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

  2. ভালবাসি প্রিয়জনে করে কর রাখি,
    অব্যক্ত প্রস্তাব যত কহ কাছে ডাকি।

    প্রস্তাব দিবস আজি, পূণ্য শুভক্ষণ,
    কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।

    প্রিয় দিনে প্রিয় শুভেচ্ছা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুমন্তব্যে মুগ্ধ করলেন প্রিয় কবি।
      আপনার আন্তরিকতায় পূর্ণ হোক সবার হৃদয়।
      প্রত্যাশা রাখি।

      প্রাণ ভরে লিখুন কবি।
      সমৃদ্ধ হোক আমার, আপনার,
      আমাদের সবাকার লেখায় এই শব্দনীড়ের পাতা।

      আপনাকে জানাই পবিত্রতম হ্যাপি চকোলেট ডে (চকোলেট দিবস)-এর প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন। বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক। 
      সাথে থাকুন, পাশে রাখুন। সকলের পাশে দাঁড়ান। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।