তোমাকে জানতে
তোমাকে জানতে কালোচুলের সিঁথি কাটি
আঙুল গুঁজি দুই ভ্রুর মাঝখানে
কপাল ছুঁয়ে চোখ তুলি পৃথিবীর দিকে
যে বনে কোকিল ডাকে।
যে বনে খুনরাঙা বসন্ত রঙ।
যে বনে আগুন জ্বলে বৃক্ষ ডালে।
যে বনে পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া লাল।
জানি আজ বসন্ত, ফাল্গুন দোলা মহুয়াগাছ
দখিনা বাতাস ফেরা শহরে, বহুঘন সবুজ ঘর
জলে স্থলে দুর্লভ প্রেম-মনে দৃঢ় উচ্ছ্বাস।
______________
০৩.০৩.১৯ ইং | ঢাকা
বরাবরই যেটা স্বীকার করি … আপনার এমন পরিপাটি লিখায় আমার মুগ্ধতা সব সময় থাকে। অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান। বসন্তের শুভ সকাল।
শুভ সকালের শুভেচ্ছা স্যার
জানি আজ বসন্ত, ফাল্গুন দোলা মহুয়াগাছ
দখিনা বাতাস ফেরা শহরে, বহুঘন সবুজ ঘর
জলে স্থলে দুর্লভ প্রেম-মনে দৃঢ় উচ্ছ্বাস।
মুগ্ধতা কবি টিপু সুলতান ভাই।
ভালবাসা প্রিয় দাদা। শুভেচ্ছা
সুন্দর কবিতা।
শুভেচ্ছা দিভাই