একদিন সূর্যাস্ত তারপর সব মাটি

একদিন সূর্যাস্ত তারপর সব মাটি

একদিন তুই ছিলি একদিন প্রেম
তুই আমার ছিলি আমি তোর ছিলেম

একদিন অভিমান দূরত্ব তত
দোষ ছিলো না তোর আমার ছিলো যত

একদিন তুইআমি একদিন বিচ্ছেদ
দূরে দূরে দূরত্ব, সম্পর্কের শবচ্ছেদ

একদিন পাহাড় ছিল একদিন ঝর্ণা
একদিন নদী হলো তারপর লোনা

একদিন জীবন ছিল একদিন হাটিহাটি
একদিন সূর্যাস্ত তারপর সব মাটি

6 thoughts on “একদিন সূর্যাস্ত তারপর সব মাটি

  1. অসাধারণ ফটোগ্রাফির সাথে অনবদ্য এবং চমৎকার একটি লিখা। দারুণ মি. যাযাবর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. জীবন কবিতা প্রিয় কবি যাযাবর ভাই।

  3. আজকের লেখাটি কেন জানি বেশী ভাল লাগল জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।