আর নিখোঁজ হব না
কোনো ক্রোধ নেই, অভিমান নেই। একগাদা
ঘুমের ওষধ গেলা হয়নি কখনো।
বালিশের দেয়ালে ঠেকায়নি মাথা, ভিন্ন হয়েছি কবে
সেই ঘর ছেড়ে তরঙ্গ দেহকে শুইয়ে দিয়েছি
সবুজের গালিচায়, স্বপ্নাদ্য জন্মের ভেতর
সহৃদয়ে বেঁধেছি মানুষটির কথা, অনিন্দ্য উষ্ণতমে;
আজ তাহারে জানিয়ে দেবার পালা এই যুবক তিথিতে-
তোমাকে অনুভব করি। সত্যি বললেম, আর নিখোঁজ হব না…
______________
২১.০৩.১৯ ইং | ঢাকা।
"আজ তাহারে জানিয়ে দেবার পালা এই যুবক তিথিতে-
তোমাকে অনুভব করি। সত্যি বললেম, আর নিখোঁজ হব না…"
এই বার ঠিক আছে। আমরাও আশাবাদী হলাম প্রিয় কবি টিপু সুলতান।
সুন্দর লিখা কবি টিপু সুলতান ভাই। অভিনন্দন।
আর নিখোঁজ হবেন না প্লিজ।
ফান করলাম কবি দা। কবিতা সুন্দর।
ভালো লাগে আপনার লিখা।
সুন্দর।