তোমার সন্তত প্রেম
আমি জানি তুমি এখনো হাসো…
এই শহরে, এই গ্রামে-নিহত রক্ত
তোমার সন্তত প্রেম পালন করে
প্রতি ছাব্বিশ, জন প্রতি লেখে বর্ণনা;
সৃষ্টিরা সৃজনে গৃহত্যাগ করেছিল
সুপ্রভাত মাতৃভাষা কাঁধে তুলে
প্রাক প্রাচীর গ্রীবাদেশ দীর্ঘ হেঁটে-
আকাশের নিচে বাজায় মোহন বাঁশি
বসন্ত খোলা নৃত্যময়ী মুখ কণ্ঠ ঝরায়
গভীর ছন্দ ভাংচুর করে চোখ
কারা যেন ফেরত দিয়েছিল স্ব উপস্থিতি
অহিংস স্মৃতির স্বাধীনতা করিডোর-
গভীর ছন্দ ভাংচুর করে চোখে কারা যেন ফেরত দিয়েছিল স্ব উপস্থিতি
আর অহিংস স্মৃতির স্বাধীনতা করিডোর। ___ অসাধারণ ফিনিশিং মি. টিপু সুলতান।
বিমুগ্ধতা কবি টিপু দা।
এমন আড়াআড়ি কবিতা আমার বিশেষ পছন্দ।
চমৎকার কবিতা উপহার। অভিনন্দন কবি টিপু সুলতান ভাই।
সুন্দর।