পুড়ছে দেশ

পুড়ছে দেশ

পুড়ছে চোখ পুড়ছে কান
পুড়ছে লোক পুড়ছে মান।

পুড়ছে খর পুড়ছে কাঠ
পুড়ছে ঘর পুড়ছে মাঠ।

পুড়ছে জমি পুড়ছে চাষা
পুড়ছে দমি পুড়ছে আশা।

পুড়ছে গাড়ি পুড়ছে শিশু
পুড়ছে বাড়ি পুড়ছে যিশু।

পুড়ছে রাত পুড়ছে দিন
পুড়ছে হাত পুড়ছে বীণ।

পুড়ছে ভরা পুড়ছে ফাঁকা
পুড়ছে ছড়া পুড়ছে ঢাকা।

পুড়ছে শহর পুড়ছে ধর্ম
পুড়ছে বহর পুড়ছে কর্ম।

পুড়ছে কল পুড়ছে কলা
পুড়ছে বল পুড়ছে গলা।

পুড়ছে বাতি পুড়ছে বেশ
পুড়ছে জাতি পুড়ছে দেশ !

5 thoughts on “পুড়ছে দেশ

  1. "পুড়ছে জমি পুড়ছে চাষা, পুড়ছে দমি পুড়ছে আশা।
    পুড়ছে গাড়ি পুড়ছে শিশু, পুড়ছে বাড়ি পুড়ছে যিশু।" ___ আমাদের ভাগ্য। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।