নীলকণ্ঠ পথে রক্ত ও মেরুদণ্ড
ঝিনুকে জল পান করতে করতে অসাড়ে মরা বাবলা
বৃক্ষের নিচে পিঁপড়ের পৃথিবী দেখতে পেলাম।
রিকশার হুড খোলা উঁচুঢিবির মত
দূর্বাঘাস পেঁচানো নীলকণ্ঠ পথে রক্ত ও মেরুদণ্ড আঁকা-
সুনিপুণ চিকচিক রোদ শোকের কালোজামা পরে
নিজস্ব হারা আর্তনাদের নোনতা মুখে
নক্ষত্র কিসসার পাঠশালায় হাজিরা দিতে দিতে
ডুবে যায় শ্রাবণ সন্ধ্যা;
শ্রাবণ সন্ধ্যা নির্দয় বেদনার ভাঁজ খুলে পড়ে
লুকিয়ে থাকা গর্তে লাল কাঁকড়াবিছার খল খল হাঁটা
ভাঙচুরে সবুজ মুখ তোমাকে ফেরত দেবে
মুদ্রার মত রুপার জলে আদিগন্ত বিশারদ
আর ভাত শালিকের হাড়পায়ে পাকা কলার রঙ ঝুলছে।
পরিচ্ছন্ন শব্দাবলী সমৃদ্ধ লিখা। অভিনন্দন কবি মি. টিপু সুলতান। শুভ সকাল।
শুভেচ্ছা কবি টিপু দা। ভাল লেখা নিঃসন্দেহে।
কবিতায় মুগ্ধতা রাখছি।
চমৎকার কবি টিপু সুলতান ভাই।
অসাধারণ এবং সুন্দর।