পুড়ে যাচ্ছে বোধ পুড়ছে বিবেক

পুড়ে যাচ্ছে বোধ পুড়ছে বিবেক

ওদিকে পুড়ছে-
মানুষ, ঘর, গ্রাম ও লোকালয় …
পুড়ছে বিশ্বাস, ধর্ম ও উপাসনালয়!
এদিকে ইশ্বর হাসেন আড়ালে তবু,
আর; হাসে সুচতুর শয়তান!
মানুষে মানুষ পোড়ে!
পোড়ে ঘর, গ্রাম ও লোকালয়
সাথে পুড়ে যায় বোধের মন্দির।
হে নাপাক কুকুর তুই ঈষৎ ছুঁয়ে দিলে
এখন আর অপবিত্র লাগে না কসম
যতোটা এই অ-মানুষে ছুঁলে!

29 thoughts on “পুড়ে যাচ্ছে বোধ পুড়ছে বিবেক

  1. মানুষগুলো কেবল অন্যরকম।
    কেউ হাসে কারো যায় দম।

  2. সত্যিই পুঁড়ে যাচ্ছে বোধ ও বিবেক চারিদিকে ভীষণ!

  3. হে নাপাক কুকুর তুই ঈষৎ ছুঁয়ে দিলে
    এখন আর অপবিত্র লাগে না কসম
    যতোটা এই অ-মানুষে ছুঁলে!

  4. চারিদিক থেকে আমাদের আগুনে গ্রাস করতে শুরু করেছে। এতে কারোর সর্বনাশ, কারোর ভাদ্রমাস! 

  5. বেশ লেখেছেন কবি দা

    অনেক শুভ কামনা রইল—–

  6. ভালো লাগলো। মর্মস্পর্শী লেখা। অদৃশ্য দাঁড়িয়ে যায় সামনে। শুভেচ্ছা রইলো কবিবর।     

    1. ভালো লাগলো। মর্মস্পর্শী লেখা। অদৃশ্য আর্শি দাঁড়িয়ে যায় সামনে। শুভেচ্ছা রইলো কবিবর। 

  7. বর্তমান প্রেক্ষাপটের ওপর দাঁড় করিয়েছেন কবিতার প্লট ।

    পুড়ে যাচ্ছে বোধ পুড়ছে বিবেক । অনবদ্য  প্রকাশ কবি।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. সহমতের শুভেচ্ছা আপনাকে কবি হাসনাহেনা রানু।

  8. কারো ঘর পু,  কেউ সেই আগুনে আলু পুড়িয়ে খায়।    

মন্তব্য প্রধান বন্ধ আছে।