নীলকণ্ঠ রঙ বসন্ত কামনা
কোথাও চোখ রাখার জায়গা নাই
চারদিকে হাহাকার, বুক ভাঙা কান্নারচোট
প্রিয়তমারা সমস্ত প্রেম উজাড় করে
দিন-সন্ধ্যায় ঘন বাসিন্দা আকাশে
মানুষ মরা নক্ষত্র গোণে-আলোর ঝোঁপ।
তুমি এসো প্রিয়, এখানে ঘরসংসার দেখা যায়
নীলকণ্ঠ রঙ বসন্ত কামনার উত্থানে ডাকে
দুনিয়ার সব শেয়াল কুকুর মৃত্যুপুরীর বাঁকে
পা টিপে গাছ হয়ে দাঁড়াও যদি-আকাশ হবে।
নিষ্ঠুর যুগ এসে গেছে, ক্ষমাহীন কারখানা
আমিও আরোগ্য নই এই আর্তনাদের সড়কে
তাঁদের গায়ের ঘ্রাণ হিমালয় বাতাসে
বসন্ত হয়ে ফিরুক কেবল মনে রাখা উপমায়-
আর তোমাকে তাকিয়ে দেখি সুমিশ্রণ দিগন্তে!
"তুমি এসো প্রিয়, এখানে ঘরসংসার দেখা যায়
নীলকণ্ঠ রঙ বসন্ত কামনার উত্থানে ডাকে।" … অসাধারণ মি. টিপু সুলতান।
আপনার কবিতা পড়তে বেশ ভাল লাগে প্রিয় কবি দা।
সুন্দর কবিতা।
গায়ের ঘ্রাণ হিমালয় বাতাসে
বসন্ত হয়ে ফিরুক কেবল মনে রাখা উপমায়। দারুণ।
নীলকণ্ঠ রঙ বসন্ত কামনায় শুভকামনা ভাই।