একজোড়া ঘন্টা
এই বেদনা বিনির্মাণ শেষে
নির্ঝরা গহিন রাত আমাকে সেলাই করে
বোধপাকা শহরে দাঁড়ানো
সহস্রাধিক ইটচাপা দালান।
উগ্র পা ডোবানো তাঁর শিরবাঁকা বারান্দায়
আমার চোখ ফাঁকা ছুটে যায়
হলুদ আলোর হুক খোলা ল্যাম্পপোস্টের নিচ হতে
ক্রুশকন্যা নাভিকাটা অঙ্গে,
গূঢ়চারী সমতল মুখোমুখি-
আমার হাত থেকে খসে পড়ে-সেকেণ্ডের কাটা
ঘা মেরে চলে মিনিটের ঘরে
একের পরে এক
অতঃপর
আমি একজোড়া ঘন্টা হয়ে উঠি। দীর্ঘ সময়-
______________
২৭.০৫.১৯ ইং। ঢাকা।
সুন্দর গোছানো কবিতায় অনেক অনেক শুভকামনা মি. টিপু সুলতান। শুভ সন্ধ্যা।
আপনার কবিতা আমার কাছে ভালো লাগে টিপু দা।
চমৎকার কবিতা কবি টিপু সুলতান।
ওয়াও কবি জাহিদ অনিক ভাই। একরাশ ভালোবাসা।
আপনার কবিতা গুলো পড়তে ভালো লাগে কবি।