কোনো এক চন্দ্রাচ্ছন্ন রাতে
তোমার বাড়ির পথে
সাইকেল চালাতে চালাতে
পৌছে যাবো চাঁদে-
হাওয়ায় রয়ে যাবে-
বেলের টুংটাং
চাকার দাগ
ঘামের ঘ্রাণ
স্পর্শের রং
এরপর প্রতিটা চন্দ্রাচ্ছন্ন রাতে
টুংটাং বেল বাজিয়ে ঘামের ঘ্রাণ
এরপর প্রতিটা চন্দ্রাচ্ছন্ন রাতে
চাকার দাগ এঁকে স্পর্শের রং
গ্রাস করবে তোমায়।
কোনো চন্দ্রাচ্ছন্ন রাতে
তোমার বাড়ির পথে
সাইকেল চালাতে চালাতে
পৌছে যাবো চাঁদে-
এখনই থামাও তুমি
উচ্চতাভীতি আমার আজন্ম অসুখ
মগজ খুলে দেখো, শুকে দেখো বুক।
#হৃদিগ্রস্থ
বেশ ভাবনাময় কবি দা
ধন্যবাদ কবি আলমগীর সরকার।
ধন্যবাদ কবি গবেষক মি. আবু সাঈদ আহমেদ।
ধন্যবাদ মুরুব্বী আজাদ ভাই।
চমৎকার গল্প দা। খুউব সুন্দর হয়েছে।
ধন্যবাদ কবি রিয়া।
সুন্দর হরবোলা আবু সাঈদ আহমেদ ভাই।
ধন্যবাদ সুমন ভাই।
বাহ্ সাঈদ ভাই। গল্পের পাশাপাশি কবিতায়ও আপনি সচ্ছল মনে হলো।
আরে নাহ্। শুভকামনা সৌমিত্র ভাই।
অভিনন্দন ভাই।
ধন্যবাদ কবি শাকিলা তুবা।