ঠোঁটবাকা লাঙল হতে
বহু কথা জমা ছিল। পাখির ঠোঁটবাঁকা লাঙল হতে
নবজাতক চাষ ছড়ানো, নীলঘন মুক্তমালয়ের দখিনে
সাগরের মুখোমুখি দাঁড়ানো নুড়ি নগর, জলমুদ্রা ঢেউ-
মাটির কাঁথা মোড়ানো ফসলের আবরণকারী দ্বিবন্ধন
ব্রাসেলস শহর, ঠোঁটকাটা পথ-শাদা মেয়ের আঙুলে
গিটার বাজানো বুর্জোয়া হাসি, লটকন ফলের মতো ছোপ ছোপ
মেহেরসুখ বন-সারি সারি মানুষ,
নাগরিক বৃক্ষ; অসংখ্য নীরবতা জমায়েত
_____________
২৯.০৫.১৯ ইং ঢাকা।
এমন সব কবিতা সহস্র বছর বেঁচে থাক। অভিনন্দন কবি মি. টিপু সুলতান। শুভ সকাল।
মেহেরসুখ বন-সারি সারি মানুষ,
নাগরিক বৃক্ষ; অসংখ্য নীরবতা জমায়েত। সুন্দর।
পরিচ্ছন্ন পরিপাটি দুটোই সমার্থক আপনার কবিতায়।
নিরন্তর ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।