শর্করা

শর্করা

আমি নিয়ম করে পান করি, চিনির শরবত
লেম্বু বিহীন খাঁটি শরবত আমার পছন্দ
কৈশোর কালে গৃহ শিক্ষক কানে মন্ত্র দিয়েছিলেন
চিনিতে শর্করা প্রচুর সুযোগ পেলেই সাদা
দানায় মুখ ভরে নেবে
গৃহশিক্ষকের কথা আপ্তবাক্য মেনে
চিনিরোগ চালিয়ে যাচ্ছি

মিষ্টান্ন আমার প্রিয়, মোহনভোগ,
চমচম, গোলাবজাম, অমৃতি
রসমালাইয়ের রসসিক্ত বদন
আমি তাড়িয়ে তাড়িয়ে খাই

চালশে বয়সে শরীরে
অতিরিক্ত শর্করা জমা হলে
রাস টেনে ধরার চেষ্টা করে
চোখের ডাক্তার, দৃষ্টি ক্রমশ ম্রিয়মাণ
এক্ষুনি বন্ধ বা হলে সর্বনাশের শেষ থাকবে না
ডাক্তারকে ঘাতক ভেবে এড়ানোর চেষ্টা করি
ষড়যন্ত্রী হিসাবে নিজের স্ত্রী ডাক্তারের পক্ষ নিলে
অসহায় বোধ করতে থাকি

চিনি ত্যাগ প্রাণত্যাগের চেয়ে কঠিন মনে হয়
তবু আত্মসমর্পণ করা ছাড়া উপায় থাকে না
ছেলের বয়স আঠারো মেয়ে একুশ
একদিন প্রধান ষড়যন্ত্রকারী স্ত্রী সহ
আমার উপর হামলে পড়ে
তাদের চোখের জল নায়েগ্রাফলসের
জলকে হার মানায়, আমি ক্ষ্যান্ত দেই

এক রান করতে পারলেই অর্ধসেঞ্চুরি
পরিবারের ইচ্ছা আমি সেঞ্চুরি করি
সেঞ্চুরি করতে পারলে মন্দ হয় না
ধীরেসুস্থে ঠান্ডা মাথায় খেলতে হবে
হটকারি সিদ্ধান্ত অমঙ্গল
তাই আপাতত চিনির সাথে বিচ্ছেদ

মরে গেলে মরে গেলাম কিন্তু
ছেলে মেয়ের সাধু, সুস্বাদু ষড়যন্ত্রের
শেষ দেখতে না পেলে কেমন হয়
স্ত্রীর মধুর শর্করা ফেলে অকালে
কোথায় যাবো, এই ভেবে চিনি
বিসর্জনই দেয়াই চূড়ান্ত করে ফেলি

4 thoughts on “শর্করা

  1. অভিনন্দন প্রিয় কবি আবু মকসুদ। ভালো থাকুন আনন্দে থাকুন। শুভকামনা।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. চিনি ত্যাগ প্রাণত্যাগের চেয়ে কঠিন মনে হয়
    তবু আত্মসমর্পণ করা ছাড়া উপায় থাকে না। এটাই ভালো আবু মকসুদ ভাই। 

  3. ভালো থাকুন ভালো রাখুন কবি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।