একদিন কবিতার কাছে গেলাম
আমার সমস্ত হৃদয় শরীর নিয়ে
হেমন্ত সন্ধ্যায় পা-পাতা নখ টিপে
বহুদিন পর, প্রথম দেখা-নবান্ন চারদিকে
বহুত সুন্দরী যে পৃথিবীর কাছে-
বিপুল কারুকার্য-নগরে, কমলা রোদ
আমি দেখলাম তার কাতুকুতু শিয়র দেহ
আসে আর যায় আমার নির্জন প্রাসাদে
বহুরূপী রমণী হারিয়ে অনন্য রমণী সে;
কোলাহলের পৃথিবী থেকে নির্জন প্রাসাদই ভালো। স্বাগতম মি. কবি টিপু সুলতান।
শুভেচ্ছা স্যার।
বিপুল কারুকার্য-নগরে, কমলা রোদ
আসে আর যায় আমার নির্জন প্রাসাদে
বহুরূপী রমণী হারিয়ে অনন্য রমণী সে;
বাহ্ টিপু সুলতান ভাই।
অসংখ্য শুভেচ্ছা দাদা
অনেক অনেক শুভেচ্ছা কবি সুলতান ভাই।
ভালবাসা প্রিয় ভাই
শুভেচ্ছা প্রিয় কবি। বরাবরের মতো সুন্দর কবিতা।
শুভেচ্ছা এবং অজস্র ধন্যবাদ
সুন্দর কবিতা। শুভেচ্ছা নিন কবি দা।
শুভেচ্ছা প্রিয় দিভাই
ভালো লিখেছেন সন্দেহ নাই।
ভালবাসা
অনেক সুন্দর। শুভেচ্ছা কবি।
শুভেচ্ছা এবং ধন্যবাদ