ঘাসের আলগোছ শেকড়ে
আঁকাবাঁকা দীর্ঘ নগর গ্রাম
মাংসাদি উরুত একত্রে গুঁজে রাখা-
কোনো নিঃসঙ্গ রমণী
কোলাহল নগরীর
ধূসর প্রাসাদ ছেড়ে
কমলা রঙের সিম্পনি রোদ,
পৃথিবীর মায়াবী বাতাস
বিমিশ্র সকল প্রেরণাস্থল
দু’জোড়া কালো চোখের ভেতর
দিগন্তের গাঢ় প্রেমপদ্য
তার মুঠো হাত ভরে
জুটিবাঁধা নীলকাঁচা দানাদার বাদাম
শেষবিকেলের দূরত্ব ছুঁয়ে বটতলা মোড়
বর্ণ-বিচিত্র মেঘলা দুপুর বয়ে যাক …
8 thoughts on “দু’জোড়া কালো চোখ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মন ছুঁয়ে গেল
পরিচ্ছন্ন নিপাট লিখা। অভিনন্দন মি. টিপু সুলতান।
দু'জোড়া কালো চোখ হলেও প্রচ্ছদে এক জোড়া দেখতে পাচ্ছি বাকি জোড়া কই কবি।
ফান করলাম। বরাবরের মতো সুন্দর। 
বরাবরের মতো সুন্দর কবিতা কবি ভাই।
আপনার জন্য অনাবিল শুভেচ্ছা প্রিয় কবি দা।
বেশ সুন্দর। আপনার কোন মন্তব্য অন্য বন্ধুদের পোস্টে দেখি নাই আজও।
অসাধারণ, শুভ সকাল প্রিয় কবি।