সূর্য ওঠেনি আজ,
শুধুমাত্র টেলিফোনিক আদরে
তোমার কাঁপুনি থামবে না।
যার জন্য প্রতীক্ষায়
এত সৌর বছর
এত চান্দ্রমাস
সেই তুমি এসেছোই যদি…
না-
আজ তোমাকে নগ্ন হতে বলব না,
জড়াবো পরম উষ্ণতায়
আমার শরীর চাদরে।
সূর্য ওঠেনি আজ,
শুধুমাত্র টেলিফোনিক আদরে
তোমার কাঁপুনি থামবে না।
যার জন্য প্রতীক্ষায়
এত সৌর বছর
এত চান্দ্রমাস
সেই তুমি এসেছোই যদি…
না-
আজ তোমাকে নগ্ন হতে বলব না,
জড়াবো পরম উষ্ণতায়
আমার শরীর চাদরে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মধ্য রাত বলি শীতের প্রভাত বলি অনুভব এমন হওয়া চাই প্রিয় কবি।
মোদ্দা কথা ভালো থাকা চাই প্রিয় ভাই।
স্নিগ্ধ ও মায়াবী অনুভব। খুব ভালো লাগলো।
শুভেচ্ছা জালাল উদ্দিন মুহম্মদ ভাই।
সূর্য ওঠেনি আজ,

শুধুমাত্র টেলিফোনিক আদরে
তোমার কাঁপুনি থামবে না। – অসাধারণ কবিদা’!
ভালোবাসা মহ. আল মামুন ভাই।
আমার কাছে এধরনের কবিতা ভালো লাগে না।
রোমান্টিক কবিতার মাঝে শুধু শ্লীল শব্দ থাকতে হবে যদি সেটা পাব্লিক হয়ে থাকে।ব্যক্তিগত হলে ভিন্ন হিসেব।
কিছু মনে নিবেন না।
মনে কিছু নিইনি। আপনি ঠিক বলেছেন মাহমুদুর ভাই।
শুভেচ্ছা শুভকামনা রইল কবি দাদা।
আপনার জন্যও শুভকামনা নিতাই বাবু।
সুন্দর ভাবনা কবি
শুভেচ্ছা কবি শান্ত চৌধুরী ভাই।
আহা সূর্যের প্রথম পরশ, সকালের প্রথম চুমু পায়ের পাতায়
ভালোবাসা কবি জাহিদ অনিক ভাই।
এই ঘরানার লেখা খুব একটা মন্দ লাগে না কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা কবি কবি সুমন আহমেদ ভাই।
জড়াবো পরম উষ্ণতায়
আমার শরীর চাদরে।
দারুণ কবি।
ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
সুন্দর
ধন্যবাদ বেরা দা।
সিম্পলি বেস্ট।
শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা।
না-
আজ তোমাকে নগ্ন হতে বলব না,
জড়াবো পরম উষ্ণতায়
আমার শরীর চাদরে।
হুম ভালবাসায় ভালোবাসা বেঁচে থাকে। সুন্দর লেখা।
অনেক ভালোবাসা কবি আদেল পারভেজ ভাই।
বাহ খুব সুন্দর।
ভালোবাসা কবি সাইদুর রহমান ভাই।