প্রতীক্ষার আদর

সূর্য ওঠেনি আজ,
শুধুমাত্র টেলিফোনিক আদরে
তোমার কাঁপুনি থামবে না।

যার জন্য প্রতীক্ষায়
এত সৌর বছর
এত চান্দ্রমাস
সেই তুমি এসেছোই যদি…

না-
আজ তোমাকে নগ্ন হতে বলব না,
জড়াবো পরম উষ্ণতায়
আমার শরীর চাদরে।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

28 thoughts on “প্রতীক্ষার আদর

  1. মধ্য রাত বলি শীতের প্রভাত বলি অনুভব এমন হওয়া চাই প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. মোদ্দা কথা ভালো থাকা চাই প্রিয় ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. শুভেচ্ছা জালাল উদ্দিন মুহম্মদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. সূর্য ওঠেনি আজ,
    শুধুমাত্র টেলিফোনিক আদরে
    তোমার কাঁপুনি থামবে না। – অসাধারণ কবিদা’! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আমার কাছে এধরনের কবিতা ভালো লাগে না। 

    রোমান্টিক কবিতার মাঝে শুধু শ্লীল শব্দ থাকতে হবে যদি সেটা পাব্লিক হয়ে থাকে।ব্যক্তিগত হলে ভিন্ন হিসেব। 

     

    কিছু মনে নিবেন না। 

    1. মনে কিছু নিইনি। আপনি ঠিক বলেছেন মাহমুদুর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আপনার জন্যও শুভকামনা নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. শুভেচ্ছা কবি শান্ত চৌধুরী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4.  

    আহা সূর্যের প্রথম পরশ, সকালের প্রথম চুমু পায়ের পাতায় 

  5. এই ঘরানার লেখা খুব একটা মন্দ লাগে না কবি সৌমিত্র চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

    1. ভালোবাসা কবি কবি সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  6. জড়াবো পরম উষ্ণতায়
    আমার শরীর চাদরে।

    দারুণ কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  7. না-
    আজ তোমাকে নগ্ন হতে বলব না,
    জড়াবো পরম উষ্ণতায়
    আমার শরীর চাদরে।

    হুম ভালবাসায় ভালোবাসা বেঁচে থাকে। সুন্দর লেখা।

    1. অনেক ভালোবাসা কবি আদেল পারভেজ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।