আঙ্গুলের কররেখার পাশে উন্নত রঙ্গশালা।
আমার পায়ের গহীন শব্দ
প্রজাপতি বহুক্ষণ লুকিয়ে দেখছে
অরণ্যের ভেতর থেকে ডুমুর ফুল হাসছে
শুনতে পাচ্ছে-
রঙ্গশালায় এলানো উজ্জীবিত সহবাস
সকল আভিজাত্য শিল্প
হৃদয়ের ভেতর সচরিত্র পাহারা দিচ্ছে
আমি চারদিকে ডাগর মাথা তুলে
আঙ্গুলের কররেখা খুলে
এক বিপজ্জনক সাঁকো পার হয়ে যাচ্ছি
আঙ্গুলের কররেখার পাশে উন্নত রঙ্গশালা।
আপনার কবিতা আমার ভীষণ পছন্দের প্রিয় কবি দা।
জীবনের খণ্ড খণ্ড গল্প গুলোন এরকমই কবি টিপু সুলতান ভাই। ভালোবাসা।
শুভেচ্ছা কবি টিপু ভাই।
কবিতায় শুভেচ্ছা জানালাম কবি।
দারুণ।
আগেকার সেসব বাঁশের সাঁকো এখন আর নেই। আপনার কবিতা সাঁকোর কথা পড়ে মনে পড়ে গেল।