আর জন্মে পাখি হই যদি,
ভুলে যাবো এইসব মান-অভিমান।
বেদনা জাগায় এরা হৃদয়ের প্রতি কোনে,
জাগায় রাত্রি আমারে প্রতিদিন।
কে চেয়েছিলো সাধ করে বলো
এইসব বেদনা অপার? তুমি নাকি আমি?
তবু ঠেলে দেয়া এক দ্রুতগতি মহাকাল থেকে
কখন ভূমিষ্ঠ হলাম নিজেরই অজান্তে।
তারপর চড়া দুঃখের সুদে অল্প কিছু
সুখের ঋণে বেশ আছি বুঝি
এই পৃথিবীর বুকে।
থাকাটা, থেকে যাওয়াটাই
আসল আসলে।
বাকী সব চড়া সুদে ঋণ।
কিছুকাল পৃথিবীর
বুকে কাটিয়ে যাবার
নিগূঢ় মূলধন
লাভে আর লোভে।
*( EMI ক্যালকুলেটর দিয়ে ব্যাংক লোন পরিশোধের হার মাপা যায়।)
স্বতন্ত্র ঘরানার কবিতা। অভিনন্দন আপা।
ধন্যবা,, ভাইয়া।
স্বাগতম আপা।
সুন্দর লিখেছেন প্রিয় কবি দি।
ধন্যবাদ, আপু।
প্রতীকি কবিতাটি অসাধারণ কবি বোন রোখশানা রফিক।
ধন্যবাদ দাদা।
থাকাটা, থেকে যাওয়াটাই আসল আসলে। বাকী সব চড়া সুদে ঋণ। সত্য কথা।
ধন্যবাদ, আপু
পৃথিবীর বুকে কাটিয়ে যাবার
নিগূঢ় মূলধন লাভে আর লোভে।
এইসব বেদনা অপার? তুমি নাকি আমি?
তবু ঠেলে দেয়া এক দ্রুতগতি মহাকাল থেকে
কখন ভূমিষ্ঠ হলাম নিজেরই অজান্তে।
আমার সবসময়ের চিন্তা
ধন্যবাদ আপনাকে।
চমৎকার কাব্য
ধন্যবাদ আপনাকে।