মানুষের মরতে নেই
বেঁচে থাকতে হয়
বেঁচে থাকা প্রয়োজন-
পাঁজর ঘেঁষা মাংসের
যে দেওয়াল উঠে গেছে
তার নাম দেহ, পাহাড়ের মতো;
তার এক ইঞ্চি নিচে
ত্রিভুজ নিয়মে জমা
এক ছটাক হৃদপিণ্ড
সেখানে রয়েছে
নাতিদীর্ঘ সফর-
গোল চ্যাপটানো পৃথিবী
দিন ও অন্ধকার।
মানুষের মরতে নেই
বেঁচে থাকতে হয়
বেঁচে থাকা প্রয়োজন-
পাঁজর ঘেঁষা মাংসের
যে দেওয়াল উঠে গেছে
তার নাম দেহ, পাহাড়ের মতো;
তার এক ইঞ্চি নিচে
ত্রিভুজ নিয়মে জমা
এক ছটাক হৃদপিণ্ড
সেখানে রয়েছে
নাতিদীর্ঘ সফর-
গোল চ্যাপটানো পৃথিবী
দিন ও অন্ধকার।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মানুষের মরতে নেই
বেঁচে থাকতে হয় কারণ বেঁচে থাকা প্রয়োজন। সত্যপোলব্ধি কবি টিপু সুলতান।
সুকঠিন এই বাস্তবতায় ধীরে ধীরে বেঁচে থাকায় যেন অপমৃত্যু না হয়। শুভেচ্ছা
আমিই আমার পৃথিবী। আমি নেই পৃথিবী নেই!
মানুষের মরতে নেই
বেঁচে থাকতে হয়
বেঁচে থাকা প্রয়োজন-
মুগ্ধ হলাম প্রিয় কবি ।শুভেচ্ছা জানবেন।
দারুণ কবি টিপু সুলতান ভাই। ভালোবাসা।
মানুষের মরতে নেই
বেঁচে থাকতে হয়
বেঁচে থাকা প্রয়োজনে।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
ক্লাসিক।
ভালো লাগলো।