তারা আমাকে নির্ঘাত ফেলে যায়
পৃথিবীর মোটা অন্ধকারে
অচেনা কঙ্কাল বীভৎস-নগরে
ঝাঁপসা দীর্ঘশ্বাস ভেসে যাচ্ছিল
দেহের ভেতর দ্রুতগামী ভয় ক্ষুধার্ত
পরিত্যক্ত অন্ধকার আকাশ টেনে বলল
লালায়িত ঠোঁটে নক্ষত্র পান কর
মুন্সিয়ানা উর্বর জমিনে-তাদের
উচ্ছিষ্ট রেখে যাওয়া
অদূরে রক্তাগাঢ় বেদানা বিচি
স্বাস্থ্যবান তরমুজক্ষেত
আমার স্বভাব ও রক্তের দিকে তাকায়-
পরিত্যক্ত অন্ধকার আকাশ টেনে বলল
লালায়িত ঠোঁটে নক্ষত্র পান কর। দারুণ কাব্যচিত্র মি. টিপু সুলতান।
প্রীতিময় শুভেচ্ছা স্যার
শুভেচ্ছা প্রিয় দিভাই
সুন্দর কবিতা প্রিয় কবি দা।
শুভেচ্ছা দিভাই
অসাধারণ কবি টিপু সুলতান ভাই। ব্লগে আপনার প্রতি-মন্তব্য দেখি না।
ভালবাসা প্রিয় ভাই।শুভেচ্ছা
আমাদের এই ছোট ছোট শুভেচ্ছার উত্তর পেলে ভালো লাগে কবি।
শুভেচ্ছা প্রিয় দিভাই
দারুণ কবি টিপু সুলতান ভাই।
ভালবাসা প্রিয় দাদা
মুগ্ধ। ব্লগিং হোক আনন্দের। ব্লগ আপনার সময় কেড়ে নেবে না। বন্ধুত্ব বাড়বে।
শুভেচ্ছা দিভাই
ভালবাসা এবং শুভেচ্ছা স্যার