ইচ্ছে হাওয়ায় স্বপ্ন ওড়ে
মনটা যেন ঘুড়ি,
কল্পলোকের গল্প শুনে
আকাশ দেবে পাড়ি।
নীল আকাশে আসমানী চাঁদ
পূর্ণিমাতে প্লাবন,
চাঁদ- তারাদের আলোয় আলোয়
রয় যে ভরে গগন।
সকালবেলায় সূর্য ওঠে
রাত্রিবেলায় তারা,
তারি মাঝে পথটি খুঁজে
অবাক দিশেহারা।
পথের শেষে নদীর বাঁকে
ছোট্ট আমার ঘর,
তারই কোনে চুপটি বসে
স্বপ্নেতে রই বিভোর।
স্বপ্ন দেখি কান্নাহাসির
স্বপ্ন দেখি সুখের,
সুখস্বপ্নে বিভোর হয়ে
ক্ষণ গুনি দিন শেষের।।
অদ্ভুত অসাধারণ একটি লিখা কবি রোখশানা রফিক আপা।
অনন্য স্বাদের কবিতা। অভিনন্দন প্রিয় কবি দিদি ভাই।
মানসম্মত কবিতা। আপনার জন্য একরাশ শুভকামনা কবি।
দারুণ এক অনুভুতির প্রকাশ, ভালো লাগলো অনেক।
শুভেচ্ছা জানবেন
ইচ্ছে হাওয়ায় স্বপ্ন ওড়ে। একটি সুন্দর কবিতা।
কবিতার পাশাপাশি প্রচ্ছদটিও মনকাড়া কবিবোন।
সুন্দর লিখেছেন আপা। অভিনন্দন।