ইচ্ছে হাওয়ায় স্বপ্ন ওড়ে

ইচ্ছে হাওয়ায় স্বপ্ন ওড়ে
মনটা যেন ঘুড়ি,
কল্পলোকের গল্প শুনে
আকাশ দেবে পাড়ি।
নীল আকাশে আসমানী চাঁদ
পূর্ণিমাতে প্লাবন,
চাঁদ- তারাদের আলোয় আলোয়
রয় যে ভরে গগন।

সকালবেলায় সূর্য ওঠে
রাত্রিবেলায় তারা,
তারি মাঝে পথটি খুঁজে
অবাক দিশেহারা।
পথের শেষে নদীর বাঁকে
ছোট্ট আমার ঘর,
তারই কোনে চুপটি বসে
স্বপ্নেতে রই বিভোর।
স্বপ্ন দেখি কান্নাহাসির
স্বপ্ন দেখি সুখের,
সুখস্বপ্নে বিভোর হয়ে
ক্ষণ গুনি দিন শেষের।।

7 thoughts on “ইচ্ছে হাওয়ায় স্বপ্ন ওড়ে

  1. দারুণ এক অনুভুতির প্রকাশ, ভালো লাগলো অনেক। 

    শুভেচ্ছা জানবেন    

মন্তব্য প্রধান বন্ধ আছে।