চোখ তাঁর খুনে দীঘি ফসলের গণকবর
কেঁদে যায় মা চাষার ছেলে, এসেছে কি ভোর
ঘরে নেই সুখ-বুক জ্বলে আগুনে-শূন্য হাড়ি
কোথায় হারাল বাংলাদেশ, সম্প্রীতির বাড়ি-
কোথায় গেল স্বজনহারা গান-সবুজে দীর্ঘশ্বাস
তুষার প্রাসাদে রোদ্দুর দ্যাখে, কাতরায় লাশ
মহুয়া-রাত ভেল্কিবাজুর খেল-গিরগিটি রূপ
আহ! এই খেয়াঘাট-বইবে কি তাঁর নাগরিক স্তুপ!
নাগরিক স্তুপে আমাদের সম্প্রীতিনামা প্রায় অচল। শুধু দুঃখ হয় আমাদের সম্প্রীতির সেই ফেলে আসা ঐতিহ্যের ছবি মনে হলে। ভালো থাকুন মি. টিপু সুলতান।
বেশ ভালো
স্বজনে স্বজনে বাড়ুক আত্মিক মেল বন্ধন। শুভেচ্ছা কবি টিপু সুলতান ভাই।
সত্য সুন্দর কবি ভাই। আপনার উপস্থিতি পাই না।
ভালো থাকুন প্রিয় কবি দা।
ভালোবাসা কবি টিপু সুলতান ভাই। আপনার প্রতি-মন্তব্য নাই।
কোথায় হারাল বাংলাদেশ, সম্প্রীতির বাড়ি-
* সেটিই আজ এক বিশাল প্রশ্ন……