কথামালা – ৩

স্বপ্ন কিনি, স্বপ্ন বেঁচি
স্বপ্ন’র হাটে বাস,
স্বপ্নে হাসি, স্বপ্নে কাঁদি
স্বপ্নে হই উদাস।

স্বপ্নে যখন আকাশ দেখি
বিশাল ভাবনায়,
সেই আকাশেও শকুণ উড়ে
নিত্য ছলনায়।

স্বপ্নে লাভ, স্বপ্নে ক্ষতি
স্বপ্নে জীবন ফাঁকি,
স্বপ্ন ভাঙ্গে, স্বপ্ন মরে
স্বপ্নে বেঁচে থাকি।

20 thoughts on “কথামালা – ৩

  1. স্বপ্নে লাভ, স্বপ্নে ক্ষতি
    স্বপ্নে জীবন ফাঁকি,
    স্বপ্ন ভাঙ্গে, স্বপ্ন মরে
    স্বপ্নে বেঁচে থাকি।

    একদম ঠিক আছে শ্রদ্ধেয় কবি দাদা। আসলে তা-ই। স্বপ্ন নিয়েই মানুষের বেঁচে থাকা।      

  2. স্বপ্ন-চোখ বেঁচে থাকে; স্বপ্নহীন চোখ তাকায় ঠিক; দ্যাখেনা।

    মি. জামান আরশাদ'র ছোট ছোট কথামালায় অভিনন্দন রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. স্বপ্নে লাভ, স্বপ্নে ক্ষতি
    স্বপ্নে জীবন ফাঁকি,
    স্বপ্ন ভাঙ্গে, স্বপ্ন মরে
    স্বপ্নে বেঁচে থাকি। 

    সুন্দর

  4. কবি সম্বোধনে নিজেকে বেশ গুটিয়ে নিতে দেখেছি আপনার প্রতি-মন্তব্যে। সুতরাং লেখক আপনি ভালো লিখেছেন এভাবেই বললেই ভালো হবে। কি বলেন? 

    1. হাহাহা

      আমি, না কবি, না লেখক।

      শুধুই একজন মূখ্যসুখ্য মানুষ।   

  5. বেঁচে থাকাটা স্বপ্ন আবার স্বপ্নই হচ্ছে বেঁচে থাকা ভাইজান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. স্বপ্নে লাভ, স্বপ্নে ক্ষতি
    স্বপ্নে জীবন ফাঁকি,
    স্বপ্ন ভাঙ্গে, স্বপ্ন মরে
    স্বপ্নে বেঁচে থাকি।

     

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  7. স্বপ্নে লাভ, স্বপ্নে ক্ষতি। স্বপ্নে জীবন ফাঁকি। অধরা সব স্বপ্ন আমার। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।