আমাকে পোড়াও তোমার নাগরিক দিয়াশলাইয়ে
আমাকে পুড়িয়ে ছাই করে দাও
জোড়া চোখের স্বপ্ন-সৌন্দর্য-সকল কবিতার প্রহর
আমার বুকের ওপর দাঁড়ানো তের’শ নদীর বুক-
সমৃদ্ধ গণউর্বর মাটি, এই সমতলে বরেন্দ্র জনপদ
রাণী, তোমার শাসনের মুগ্ধ সিনেমার ছুরি চালাও
আহা আমার শস্য গন্ধা সংগীতের কণ্ঠ
নিভে যাক লণ্ঠনের মতো মাংসকুচো নরম শরীর
এইখান হতে ওড়ে যাক শাদা হাড়ের বুনো পায়রা-
সব সময়ই বেশ পরিচ্ছন্ন কবিতা উপহার পাই আপনার কাছ থেকে মি. টিপু সুলতান।
নিভে যাক লণ্ঠনের মতো মাংসকুচো নরম শরীর
এইখান হতে ওড়ে যাক শাদা হাড়ের বুনো পায়রা।
কবিতার গড়ণে এমন ঠাস বুননে না হলে অনেক কবিতাই পড়ি, কিন্তু ভালো লাগে না।
আদর্শ কবিতা কবি ভাই।
ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
আমার বুকের ওপর দাঁড়ানো তের’শ নদীর বুক-
সমৃদ্ধ গণউর্বর মাটি, এই সমতলে বরেন্দ্র জনপদ
* কবিতায় দেশপ্রেম….
সুন্দর কবিতা।