সুখের এই পৃথিবী……….
আজকের দিনটা চির স্মরণীয় হয়ে থাকবে
আকাশে নীল জ্যোৎস্না উত্তাল সমুদ্র চারদিকে হৈমন্তি বাতাস হাল্কা কুয়াশা
আমার শাড়ীর আঁচল সাগরের বেলায় বাতাসে উড়ছিল,
এমন জ্যোৎস্নায় আমি তোমার সাথে হাঁটবো কখনো ভাবিনি,
তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো আমার দিকে,
কি দেখছো অমন করে এই চোখে তাকিয়ে ?
তুমি বললে —
বৈষ্ণবী তোমার ঐ চোখে রয়েছে সুখের পৃথিবী
ঐ বাঁকা ঠোঁটে রয়েছে রহস্যময় হাসির ঝিলিক,
তুমি এক জীবন্ত প্রেম জলজ্যান্ত যৌনতার দেবী আফ্রোদিতি।
তোমার আঙুল স্পর্শ করে যায় আমার শরীরের প্রতিটি ভাঁজ,
তোমার প্রেমানুভব বড্ড আনমনা
আমি লজ্জায় হই অপ্সরী,
আমি যেন ক্রমশ হয়ে উঠি আহ্লাদি,
এমন শীতে নিয়ন ভেজা রূপসী রাতে তুমি আমি ভালোবাসার বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম,
ততক্ষণে তুমি আমাকে তোমার বাহুর আলিঙ্গনে বন্ধি করলে,
খুব কাছে একেবারে নি:শ্বাসের ও কাছাকাছি
চুম্বনে চুম্বনে প্রণয়সিক্ত হই দুজন দুজনে,
বুকের ধমনি শিরা উপশিরা হৃদয় পর্যন্ত ছুঁয়ে দাও তুমি,
তুমি বললে —
আমার বুকে সমুদ্রের যে গর্জন আছে তুমি কি তা শুনতে পাওনা বৈষ্ণবী ?
তোমার প্রেমে এ বুকে ধারন করেছি ভালোবাসার পাহাড়,
তুমি শুধু পাপড়ি মেলে দেখো উজাড় করে ভালোবেসে তোমার হৃদয়ে গোলাপ ফুটিয়ে দিবো,
এই আকাশ তোমাকে দিলাম এই সুখের পৃথিবী তোমাকে দিলাম,
এ জীবন ক্ষণকালের তুমি আমায় অনেক সুখী করেছো বৈষ্ণবী
জীবনের কাছে আমি ঋণী এই ঋণ শোধ হবার নয়……..
— ফারজানা শারমিন
০৫ – ১১ – ২০১৯ ইং
এই আকাশ তোমাকে দিলাম এই সুখের পৃথিবী তোমাকে দিলাম,
এ জীবন ক্ষণকালের তুমি আমায় অনেক সুখী করেছো বৈষ্ণবী
জীবনের কাছে আমি ঋণী এই ঋণ শোধ হবার নয়…
ধন্যবাদ আপনাকে…………….
এমন কবিতা পড়লে মন ভালো হয়ে যায়। শুভেচ্ছা আপা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে………….
তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো আমার দিকে,
কি দেখছো অমন করে এই চোখে তাকিয়ে ?
সুখ-সময়। অভিনন্দন কবি ফারজানা শারমিন মৌসুমী।
অসংখ্য ধন্যবাদ আপনাকে………….
সুন্দর কবিতা।
কবিতায় ভালোবাসা কবি বোন ফারজানা শারমিন।
অভিনন্দন আর শুভকামনা প্রিয় কবি দিদি ভাই।
তুমি শুধু পাপড়ি মেলে দেখো উজাড় করে ভালোবেসে তোমার হৃদয়ে
গোলাপ ফুটিয়ে দিবো,…
* বিমুগ্ধ….