ভালোবেসে নাহয় দুঃখ
পেলাম অকারণে আমি,
তাই বলে কি দেবতা
আমার ধুলিতে যাবে নামি?
বিরহ তবু সয়,
জ্বালা কন্টকময়,
প্রতিদানে কিছু চাইনি।
তুমি থেকো আকাশচারী
আমি রবো ধরাতল বাসিনী।
কাঁটা তবু সয়,
হোক ব্যথাময়,
করুণা কখনো চাইনি।
তুমি অবহেলা ভরে
এর চেয়ে বেশি কিছু
কখনো আমায় দাওনি।
কবিতার তিনটি প্যারাই অসাধারণ এক উপলব্ধিতে উঠে এসেছে। শুভেচ্ছা রইলো আপা। শুভ সকাল।
ভালোবেসে নাহয় দুঃখ পেলাম অকারণে আমি,
তাই বলে কি দেবতা আমার ধুলিতে যাবে নামি?
বিরহ তবু সয়,
জ্বালা কন্টকময়,
প্রতিদানে কিছু চাইনি।
তুমি থেকো আকাশচারী
আমি রবো ধরাতল বাসিনী।
কবি, শুভরাত্রি।
একরাশ শুভেচ্ছা জানবেন কবি আপু।
নিরন্তর শুভেচ্ছা জানবেন আপা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দি।