তোমার কপোলের ভাঁজে হাসি লুকানো
হাসে বারান্দায় শয্যাশায়ী বেড়াল, তীব্র রক্ত রঙে-শিমুলের মতো
বারান্দা হতে তাকিয়ে থাকে-অপরাহ্ন; তুমি এসেছ-
তোমার মুখ থেকে গলে পড়ে আপ্ত নীরবতা-দুটি চোখ
10 thoughts on “হাসি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তোমার কপোলের ভাঁজে হাসি লুকানো
হাসে বারান্দায় শয্যাশায়ী বেড়াল, তীব্র রক্ত রঙে-শিমুলের মতো
বারান্দা হতে তাকিয়ে থাকে-অপরাহ্ন; তুমি এসেছ-
তোমার মুখ থেকে গলে পড়ে আপ্ত নীরবতা-দুটি চোখ
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এমন কথা কাব্য পড়লে মন এমনিতেই ভালো হয়ে যায় মি. টিপু সুলতান। শুভেচ্ছা।
ভালো লাগা জানাই কবি টিপু ভাই।
চার লাইনের সুন্দর কবিতা।
চমৎকার প্রিয় কবি দা।
ভালো লাগল
শুভেচ্ছা জানাই কবিকে।শুভ সন্ধ্যা
ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
তোমার কপোলের ভাঁজে হাসি লুকানো।
এমন ছোট লিখা সত্যই ভালো লাগে।
* চোট্ট পরিসরে সুন্দর প্রকাশ…
ভালো লাগলো ভাইয়া