কোন কোন কোকিল
বসন্ত এসে যাবার
আগেই ডেকে ওঠে।
কিছু ফুল আঁধারেও ফোটে।
তেমনি মানুষও কখনো কখনো
তিমিরের নেশায় শুধুই ছোটে।
তার ভালো লাগে না
দিবালোক, ভালো লাগে না সঙ্গীত,
না কাব্যকলা, না নৃত্য ঝঙ্কার।
শুধু মারণ নেশা তাকে টেনে নেয়
প্রতি সন্ধ্যায় আহুতি দিতে নিজেরে।
ক্ষয়ে যায় হৃৎপিণ্ড তাহার,
ক্ষয় হয় মন, চিন্তা-চেতনা,
আঁধার ভালোবেসে আঁধারের
বুকে জাগে মরণ ভালোবেসে
সে যে।
মানুষও কখনো কখনো তিমিরের নেশায় শুধুই ছোটে। এ্যাকজাক্টলি।
আপনি সত্যই অনেক সুন্দর লেখেন কবি আপা। অভিনন্দন জানবেন।
কিছু ফুল আঁধারেও ফোটে।
তেমনি মানুষও কখনো কখনো
তিমিরের নেশায় শুধুই ছোটে।
কবিতাটি অসাধারণ হয়েছে প্রিয় কবি দিদি ভাই।
ভালো লাগল কবিতাটি,
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই কবিকে।শুভ সন্ধ্যা
কবিতায় অনেক শুভেচ্ছা প্রিয় কবি বোন।
তিমিরের নেশায় শুধুই ছোটে।
সুন্দর কাব্যিক প্রকাশ।
অনবদ্য