এখন বুকের বাঁপশে ব্যথা নিয়ে আছি

তুমি বলেছিলে আজ স্কুল দ্রুত ছুটি হবে
তুমি বলেছিলে বাড়ির গেটের শব্দ শুনতে পেয়েছ?
তুমি বলেছিলে এখন বাদাম বুট চিপ্স খাচ্ছি, খাবে?
তুমি বলেছিলে কালিগঞ্জ শহরে যাব
তুমি বলেছিলে বাবার জ্বর-বাজারসদাই করতে হবে
তুমি বলেছিলে মায়ের অবস্থা বেশী ভালো নয়
তুমি বলেছিলে রাস্তাঘাটে কোনো যানবাহন নেই
তুমি বলেছিলে ছোট ছোট পায়ে হেঁটে কথা বলছি
তুমি বলেছিলে আজ একটা মুখের ক্রিম কিনতে হবে-
তুমি বলেছিলে কালিগঞ্জ শহর হতে স্ট্যান্ডের দিকে যাচ্ছি
তুমি বলেছিলে আজ সন্ধ্যা হয়ে গেল
তুমি বলেছিলে সমস্যা নেই, তুমি আছো না!
তুমি বলেছিলে এইতো বাড়িরি দিকে হেঁটে হেঁটে যাচ্ছি
তুমি বলেছিলে সোনা-মধু এখন তুমি একটা হাসি দাও
তুমি বলেছিলে রাতে কথা হবে-ভালবাসা নিও

আহ! কোথায় থাকো এখন-চোখের ভেতর স্বপ্নগুলো বিষণ্ণতার
তুমি কি জানো-তোমার এপিটাফ ছবিগুলো আঁকছি
নিঃসঙ্গতায়-একা পলিমাটির গায়ে-
তারপর আজকালে দারুণভাবে শত্রু হই, তোমার বন্ধুহীন বেঈমানে-

ভালো থাকি কি করে? রাতবিরতে রক্ত আমার উত্তেজিত অজগর!

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

6 thoughts on “এখন বুকের বাঁপশে ব্যথা নিয়ে আছি

  1. কবিতায় তুমি বা আমি অনুভবটাই বেশ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।
    ভালো থাকুন মি. টিপু সুলতান। শুভেচ্ছা ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. দারুণ লাগলো কবিতাটি। অভিনন্দন কবি টিপু সুলতান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. আহা !! ভালো থাকুন ভালোবাসায় টিপু সুলতান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।