গল্প

কাছে আসার গল্পটা
ছিলো মায়াবী,
দূরে যাবার গল্পটাও
দারুণ। মাঝখানে আটকে গেছে
কিছু অলীক সময়ের ভ্রুণ।

সে এক সুগন্ধি দিন ছিলো,
রাতগুলো তারায় ভরা,
মাঝনদীতে জোয়ার ছিলো,
প্রেম ছিলো বাঁধন হারা।

এখন ফুরালো বেলা,
উজান-ভাটির খেলা,
তুমি যাও যেদিক পানে,
আমি বিপরীতে যাই,
মরণ যমুনা তবু একই দিকে
যেখানে সকলেই নাও ভেড়াই।

9 thoughts on “গল্প

  1. তুমি যাও যেদিক পানে, আমি বিপরীতে যাই,
    মরণ যমুনা তবু একই দিকে, যেখানে সকলেই নাও ভেড়াই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    পাঠকের সাথে মেল বন্ধন তৈরীর জন্য পাঠক মন্তব্যের উত্তর করলে পাঠক খুশি হয় কবি। :)

  2. সুন্দর উপস্থাপনা। কবিতা পাঠে মুগ্ধ হলাম।
    আন্তরিক শুভেচ্ছা রইলো। জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।