শ্মশানে পোড়া ছাই, প্রথিত প্রেমিকার, তার আত্মহত্যা-
কালো মেঘ হয়ে শৈত্য বাতাসে ওড়ে, ডিম কুসুমের মতো
হলুদ ঘাসগুলো পাতাশূন্য ভ্রুক দিয়ে দোলে-আলপথও-
একা, শুনি-অদৃশ্য পাতার বাঁশি-কুয়োভরাটে খুনো-নৈপুণ্যে
বারান্দা হতে পা-জুতা নড়ে-অথচ বাইরে নুহিতা অন্ধকার-
আহ! এক ঘড়ি পূর্ণিমাচাঁদ কে যেন ছিঁড়ে নিয়ে গেছে
এই ম্লানাভ হাটে, আঙ্গুল গুনে দিন যায়, সে ফেরে না-হাহাকার
তারপরও তো ভালো থাকতে হবে, তারপরও চলতে হবে। এভাবে নয় অন্যভাবে।
গো অন মি. টিপু সুলতান।
উপভোগ্য লিখা <3 গভীরতম প্রীতি ও শুভেচ্ছা জানুন
সময়োপযোগী পোস্ট। অনেক ভালো লাগলো