নগরে লেগেছে আগুন/বৃক্ষ ডালে-
এই দুপুরে, এই দুয়ারে-বসন্ত কালে
গরম হাওয়া দিচ্ছে সাড়া,
গাঁদা ফুল ও কৃষ্ণচূড়া-ছুট খেয়ালে
এই শহরে, মন ওড়ানো-নয়নতারায়
কাটছে একা ধড়ফড়ায়ে ভীষণ রকম
বনের কাছে-রং বদলে, আলো অধ্যায়!
মনের কছে চুল ওড়ানো ঘ্রাণ ভাসে
আহা রে সবুজ পাতায় মুখ মোছানো
বসন্ত প্রাণ-এইখানে সব হৃদয় হাসে-
এই নগরে লেগেছে আগুন/উচ্ছ্বাসে-
শ্রুতিমধুর লেখা।
সুন্দর এবং সাবলীল কবিতায় শুভেচ্ছা কবি মি. টিপু সুলতান। শুভ বসন্ত।