খবর পেলাম
একপশলা রসিকতা নিয়ে
দাঁড়াইয়া আছ
এই বসন্তে, এসো-খুন করো-
গাছকাঠে শিমুলের মতো;
নগরে ফেলে যাও-ঘৃণাজলোচ্ছ্বাস-
তোমার বাসন্তী ফুলে,
আজ বসন্তের পয়লা দিন-
দুয়ারে নেমেছে নতুন সাজ
আহ! হলুদ পাখিদের আনাগোনা
চুলের বেণি খুলে ওড়া ভাব
নগরে আজ আমার ছুটি
এই উপহার হোক-
তোমারও, সরব সবে শুক্রবার।
______________________
১৪ ফেব্রুয়ারি ২০২০ মিরপুর, ঢাকা
১ ফাল্গুন ১৪২৬, এই তো দেখা…
নগরের আনন্দ ভালোবাসা আর ভার্তৃত্বের সৌরভ থাক সার্বজনীন।
অনুপম, শুভ কামনা অহর্নিশি। ♥♥।