গড়মিল

এক সময় খুব ভাবতাম,
তুমি ফিরে এলে কী কী হবে!
কিভাবে সাজাবো আবার আমাদের জীবন।
মান অভিমান পর্বে,
কি কথা কব তোমার কথার পিঠে।

অবহেলায় কত বসন্ত বয়ে গেল একা একা!
কত জোড়ায় হলো মনের মিল।
শুধু তুমি দেখলে না বলে,
হিসাবের খাতা রয়ে গেল গড়মিল।

5 thoughts on “গড়মিল

  1. শুধু তুমি দেখলে না বলে,
    হিসাবের খাতা রয়ে গেল গড়মিল।

    জীবনটা বুঝি এমনই। " জীবন খাতার ছিন্ন পাতায় শুধু বেহিসাবে ভরে রবে।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।