জীবনভর ধরাছোঁয়ার নাগালে থেকো-
বুড়ো ধমনির রক্তস্রোত, উজ্জীবিত মহাকাল
-যাবতীয় অভিমান লুকোচুরি খেলা
আহ! বিধুর চৈতি খাঁ-খাঁ কমলা রোদ;
আর্তির চোখে-গরম হাওয়া, সরব সটানে
বৃক্ষডাল, ঋতু-রাঙা মুখ, দুধ ভেজা মাঠ-
আমার দুরবিনে, দিকরেখা পাখি-থ্রু পৃথিবী;
সবকিছু মজুদ হয়ে ওঠা-বোধিবৃক্ষ তল-
তোমার স্নিগ্ধ সংগীতে সন্ধ্যার টলমল সুর
তীব্র নীরবতায় কাঁপন তোলে-মৌন নক্ষত্র
শেষ আলোকের বলিরেখায়-নাচো চন্দ্রমল্লিকা-
তোমার ব্যস্ত-পরিচয়; পাঠ করি, ধ্রুব দূর বহুদূর।
শাব্দিক জটিলতায় কবিতাকে সামান্য বা অধিক দূর্বোধ্য মনে হলেও দ্বিতীয় পাঠে ততোটা কঠিন মনে হয় না। অভিনন্দন কবি টিপু সুলতান। শুভ দিন।
♥️♥️♥️
শুভসন্ধ্যা।
