শুন্যতার রৌদ্দুর

মনের কোণায় কষ্ট এলো সঙ্গোপনে
চুপি চুপি প্রেমের মৃদু গুঞ্জনে,
নীরব চুম্বন এঁকেছ যেদিন সযত্নে বহুডোরে-
উচ্ছৃঙ্খল কামনার টানে।

থাকুক তোলা জ্যোৎস্নার স্পর্শ
অন্ধকার মেঘের বন্দী বাক্সে,
তন্ময় চোখে দেখিনা বাতায়ন-
রুপসী যেখানে বসে;
আর কত?
সূক্ষ্মদৃষ্টির পাপাচার কণ্ঠে মিথ্যা বাণী!
ভালবাসা সেতো নিস্ফল আবেদন-
আবেগ ছোড়াছুড়ি।

তোমার বিদীর্ণ হৃদয় ঘেঁটে অকস্মাৎ যন্ত্রনা নিতে চাইনা,
বরং শুন্যতার উষ্ণ আদর পেতে তোমাকে ভুলে যাই-
একাকিত্বের রৌদ্দুরে।

নুর হোসেন সম্পর্কে

সংসার থেকে বিচ্ছিন্ন অসম্ভব আত্মহংকারী, আত্মকেন্দ্রিক; বাউন্ডুলে টাইপের একজন মানব সন্তানসংসার থেকে বিচ্ছিন্ন অসম্ভব আত্মহংকারী, আত্মকেন্দ্রিক; বাউন্ডুলে টাইপের একজন মানব সন্তান।

3 thoughts on “শুন্যতার রৌদ্দুর

  1. বিদীর্ণ হৃদয় ঘেঁটে অকস্মাৎ যন্ত্রনা নিতে চাইনা,
    বরং শুন্যতার উষ্ণ আদর পেতে তোমাকে ভুলে যাই-
    একাকিত্বের রৌদ্দুরে। ___ অসামান্য কবিতা উপহার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।