মুখের ভাষা আঁকতে গিয়ে
এঁকেছি শহিদ মিনার,
শহিদ মিনার আঁকতে গিয়ে
এঁকেছি মুখের ভাষা-
আমার মতো এমন জাতি
আমার চোখে তরুণ একুশ
হিমালয় ও ভোরের ঊষা-
এই বুকেতে ছোটে হরিণ
এই বুকেতে পলিমাটি-
এই বুকেতে ওড়ে পাখি
এই বুকেতে প্রেম দিওয়ানা
আহ! এই মুখেতে মা ডাকি
কোন ভাষাতে মধু মাখা
কাহার আছে গো এমন রাগ-
এই ভাষাতে শিমুলগাছ
এই ভাষাতেই রক্ত ফুল
কোকিল ঠোঁটে বর্ণমালা ডাক-
কোন ভাষাতে মধু মাখা
কাহার আছে গো এমন রাগ-
এই ভাষাতে শিমুলগাছ
এই ভাষাতেই রক্ত ফুল
কোকিল ঠোঁটে বর্ণমালা ডাক-
চমৎকার সৃষ্টি, পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
খুব সুন্দর কবিতা।