অনেক কেটেছি দাগ, থির হাওয়ার বুকে, বৃত্ত করে।
তোমার ব্যাকুলতায় মোটের ওপর পৃথিবী এঁকে-হেঁটে যাচ্ছে
কোনো এক কল্পিত রাজকুমার, মৌন ঋতুর ভেতর দিয়ে
পয়ত্রিশ মাইল, কেবল এই আয়োজন-ডুমুর ফুলের মতো;
তোমার কোমরে-সাপরেখা ব্যথার পাশে-শুয়ে থাকা
কালো বেড়ালি রাত মাঝেমধ্যে দেখি-হু হু কাতরায়
যেকোনো নঙোর করা লোক কইয়া উঠিবে-তুমি বিচ্ছিন্নবাস
অথচ চেয়েছি, তোমার স্ত্রী ত্বকে সেঁটে দিতুম যেনবা
চাঁদভাঙা জ্যোৎস্নার নেবুঘ্রাণ-সব আয়োজন, সক্কল আয়োজন।
চাঁদভাঙা জ্যোৎস্নার নেবুঘ্রাণ-সব আয়োজন, সক্কল আয়োজন। বিমোহিত হলাম কবি টিপু সুলতান ভাই।
চমৎকার
অসামান্য কবিতায় শুভেচ্ছা মি. টিপু সুলতান।