অনন্ত প্রেম

রাত বাড়লেই কুকুরগুলি
ঝগড়ায় মেতে ওঠে,
দিন গড়ালে মানুষগুলি মন্থর।
তারপর দিন চলে যায় একে একে।

তোমরা তাকে বয়স বলো,
আমার-তোমার-পৃথিবীর-ব্রক্ষান্ডের।
অথচ শূন্য থেকে শুরু সবকিছু,
শুন্যেই শেষ। মাঝখানটায় হিসেব।

তাই শুরু কিংবা শেষ বলে
কিছু নেই তোমার-আমার মাঝে।
যেখানে তোমায় ফেলে এসেছি,
ঠিক সেখানটাতেই শুরু আমার
আর তোমার অনন্ত প্রেমের।

4 thoughts on “অনন্ত প্রেম

  1. প্রেমময় শুভেচ্ছা কবি বোন রোখশানা রফিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. কবিতাটি পড়লাম কবি। আপনাকে ধন্যবাদ।

    আপনার সরব উপস্থিতি থাকলে আপনার পাঠক হয়তো বেশী খুশি হতেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।