তোমাকে একদিন পস্তাইতে হবে
তৃষ্ণার্ত চোখে কাঁদবে
জীবনের গহিনেও ছায়া পাবে না
আমার মতো পাবে না, কেয়ারটেকার;
মনের মতো এমন ব্যাধির শরীর
আর কোথাও তৈয়ার নেই,
ভিন্ন ভিন্ন ভাবে দেখো-সব জোড়াতালি
অদ্ভুত ফারাক; প্রমাণ পাইবে
তোমার হাতের টিস্যু, দশ টাকা প্যাকেট
কখনো কখনো তোমাকেও মুছতে
ভুলে যাবে, কেবল জমবে ধূলোময়লা;
আমার তো বিষণ্ণ নেই, এই জন্য যে
পাখি মাঝেমধ্যে মৌসুমি পালক খোয়ায়
আমি খোয়াইয়া ফালাইছি-ওড়বার স্বাদ-
এই ঘোরে ঘর বানাইয়া রই, জ্যোৎস্না ধরে-
আরও নির্জন রাত সই! আরও গান
ফুটো হও আকাশ-পোড়া নক্ষত্র-
ঢুইকা পড়ি, হাওয়ার মরমে মিশাইয়া প্রাণ!
বরাবরের মতো স্পষ্ট এবং পরিচ্ছন্ন কবিতা। অভিনন্দন কবি মি. টিপু সুলতান।
সুন্দর বিরহ গাথা।