একটু ধৈর্য ধরুন–ঘরে থাকুন!

১৯৭১ সালের মার্চ মাসের এই দিনে শুরু হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর জ্বালাও-পোড়াও-এর মতো তাণ্ডবলীলা। হানাদার বাহিনীরা তখন যেভাবে নিরস্ত্র অসহায় বাঙালির উপর আক্রমণ করেছিল, ঠিক তেমনিভাবে ২০২০ সালের এই মার্চ মাসে দুনিয়া কাঁপানো প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস কেভিড-১৯ আমাদের আক্রমণ করে ফেললো!

তখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যেভাবে মুক্তিযুদ্ধ শুরু করেছিল, ঠিক সেভাবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলার প্রতিটি মানুষ ধৈর্যসহকারে এই প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো।

এই প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে অস্ত্র ছাড়া ঘরে বসে। বাইরে থেকে নয়, যুদ্ধের ময়দানে নয়। হাট-বাজারে নয়। চা’র দোকানে বসে নয়। দলেদলে মিছিল করে নয়। বাস-ট্রেন, লঞ্চ-স্টিমারে ভিড় করে নয়। এই যুদ্ধ হবে অস্ত্র ছাড়া ঘরে বসে। আশা করি এই যুদ্ধেও আমরা জয়ী হবো।

তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই অন্তত কয়েকটা দিন ঘরে থাকুন! ধৈর্য সহকারে ঘরে থেকেই প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস প্রতিহত করুন! নিজে বাঁচুন, সপরিবার-সহ পাড়া প্রতিবেশীদের বাঁচতে সাহায্য করুন! একটু ধৈর্য ধরুন, ঘরে থাকুন!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

8 thoughts on “একটু ধৈর্য ধরুন–ঘরে থাকুন!

  1. জাগতিক এই দুঃসময়ে সামাজিক সচেতনতা আর ধৈর্য্য ছাড়া আমাদের বিকল্প নেই। :(

    1. তাই বলছি, এইসময়ে সবাই একটু ধৈর্য ধরুন! আর সবাই সবার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, এইসময়ে সবাই যেন ভালো থাকে। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।             

    1. হ্যাঁ দাদা, মহান সৃষ্টিকর্তাই আমাদের একমাত্র ভরসা।       

  2. মুরুব্বী : ২৮-০৩-২০২০ | ১১:৫৬ |

    জাগতিক এই দুঃসময়ে সামাজিক সচেতনতা আর ধৈর্য্য ছাড়া আমাদের বিকল্প নেই। Frown

    1. সত্যি তা-ই! শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।     

    1. এই প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে একমাত্র মহান সৃষ্টিকর্তা।

      শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।                 

মন্তব্য প্রধান বন্ধ আছে।